কোহলিকে অধিনায়ক দেখতে চান না অধিকাংশ সমর্থক!

ব্যক্তিগত পারফরমেন্সে বিরাট কোহলি ভারতের অন্যতম সফল ব্যাটসম্যান। অধিনায়ক হিসেবেও সফলতা কম নয় তার। এখন পর্যন্ত ভারতের হয়ে নেতৃত্ব দিয়ে ৭০ শতাংশ ম্যাচ জিতিয়েছেন তিনি।তবে সম্প্রতি তিন ম্যাচ ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছে ভারত। এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে ২-০ তে সিরিজ জিতে নিয়েছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। তবে শেষ ম্যাচ জিতে হোয়াইটওয়াশের লজ্জা এড়িয়েছে ভারত।
তৃতীয় ওয়ানডে জয়ের পথে ব্যক্তিগত অনন্য একটি মাইলফলক স্পর্শ করেছেন অধিনায়ক বিরাট কোহলি। ছাড়িয়ে গেছেন লিটল মাস্টার শচীন টেন্ডুলকারকে। ওয়ানডে ইতিহাসে তার চেয়ে কম ইনিংস খেলেই ১২ হাজার রানের ক্লাবে নাম লিখিয়েছেন কোহলিতবে ব্যক্তিগত রেকর্ডের দিনেও বিরাট কোহলির সমালোচনায় মেতেছেন ভারতীয় ক্রিকেট বোদ্ধা ও সমর্থকরা। শুধু সমালোচনা করেই ক্ষান্ত নন তারা, অধিনায়ক হিসেবেও কোহলিকে দেখতে চাইছেন না।কোহলির জায়গায় অধিনায়ক হিসেবে রোহিত শর্মার ওপর আস্থা রাখতে চান অনেকেই। একটি সংবাদ সংস্থার জরিপে উঠে এসেছে এমন তথ্য। ভারতের ওয়ানডে দলে কোহলির অধিনায়কত্ব থাকা না-থাকার বিষয়ে অনলাইনে জরিপ চালিয়েছে সংস্থাটি। এতে দেখা যায়, অধিকাংশই অধিনায়ক কোহলির প্রতি অনাস্থা রেখেছেন। ৬৭ হাজার ৬৫২ জন সমর্থকের মধ্যে ৭৭.২৮ ভাগ অধিনায়কত্বের পদে দেখতে চান না কোহলিকে।