Home » বেতাগীতে ধ্রুবতারার বিনামূল্যে ৩ শত জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চশমা বিতরণ

বেতাগীতে ধ্রুবতারার বিনামূল্যে ৩ শত জনকে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চশমা বিতরণ

বেতাগী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার বেতাগীতে অসহায় ৩ শত জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান ও চশমা বিতরণ করা হয়েছে।

রবিবার ( ২৯ নভেম্বর) সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বেতাগী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের আয়োজনে ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ব্যবস্থাপনায় এবং তরুণ কল্যান যুব পরিষদের সহযোগিতায় দিনব্যাপি এ চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এর উদ্বোধন করেন বেতাগী প্রেসক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম মন্টু। এতে উপস্থিত ছিলেন ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ, উপজেলা শাখার সভাপতি সুকদেব হাওলাদার, সহ-সভাপতি সালাউদ্দিন বাপ্পী, ইস্পাহানি ইসলামিয়া চক্ষু ইনস্টিটিউট ও হাসপাতালের ক্যাম্প অর্গানাইজার রতন চন্দ্র শীল সহ অনান্যরা।

এসময় ছানি অপারেশেনে জন্য ২০ জনকে বাছাই করা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *