Home » সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ দুইজন গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৮ বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ দুইজন গ্রেফতার

সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ০৮ (আট) বোতল ফেনসিডিলসহ নারী-পুরুষ দুইজন গ্রেফতার করা হয়। ২৭/১১/২০২০খ্রিঃ রাত অনুমান ০৯:৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা পুলিশের এসআই(নিঃ)/ মোঃ রফিকুল ইসলাম, এএসআই(নিঃ)/১২১ আলী হোসেন, কনস্টেবল/৯৩৫ হুমায়ুন কবির, কনস্টবল/১২৪৬ জাহাঙ্গীর আলম, কনস্টেবল/১৪৫৯ রতন দেব, কনস্টেবল/১০০৩ সুজিত দেবনাথ-দের নিয়ে মহানগর গোয়েন্দা পুলিশের টহলরত টিম গোপন সংবাদের ভিত্তিতে কোতয়ালী মডেল থানাধীন লালদিঘীর পশ্চিম পাড় আব্দুল হক @ তোতা মিয়ার বাড়ীতে অভিযান পরিচালনা করে ১। মোঃ খোকন (৩০), পিতা- আঃ হক @ তোতা মিয়া, মাতা- জাহানারা বেগম, সাং- লালদিঘিরপাড়, বাসা নং- ৭১, ওয়ার্ড নং-১১, থানা- কোতয়ালী, জেলা- সিলেট, ২। শিরিন আক্তার (২৮), স্বামী মোঃ রোমন মিয়া, পিতা- আনাই মিয়া, সাং- লালদিঘির পশ্চিম পাড়, থানা- কোতয়ালী, জেলা- সিলেট নামীয় দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেন। গ্রেফতারকালে উক্ত আসামীদ্বয়ের হেফাজত হতে ০৮ (আট) বোতন ফেনসিডিল ও ফেনসিডিল বিক্রির ৪,২০০/- (চার হাজার দুইশত) টাকা পেয়ে জব্দ করা হয়। প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, ধৃত আসামী শিরিন আক্তার পেশাগত মাদক ব্যবসায়ি। সে সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে বিশেষ কৌশলে ফেনসিডিলগুলো ঘটনাস্থল বাড়ীতে নিয়ে আসে এবং তাহার সহযোগী আসামী খোকন (৩০) এর মাধ্যমে সিলেট শহরের বিভিন্ন স্থানে মাদক সেবীদের নিকট খুচরা দরে বিক্রি করে থাকে।
উক্ত আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *