সাপের কামড়ে কৃষকের মৃত্যু

অনলাইন ডেস্ক : মাদারীপুরের রাজৈর উপজেলায় সাপের কামড়ে এক কৃষকের মৃত্যু হয়েছে।
উপজেলার বাজিতপুর ইউনিয়নের সুতারকান্দি গ্রামে শনিবার রাতে এ ঘটনা ঘটে রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা (টিএইচও) প্রদীপ কুমার জানান।
মৃত আলম বেপারী (৫০) ওই এলাকার মঈনুদ্দিন বেপারীর ছেলে।
স্থানীয়রা জানায়, শনিবার রাতে ধানের জমি পরিচর্যা করতে যান আলম। এসময় তাকে বিষাক্ত সাপে কামড় দিলে স্থানীয়রা বাড়িতে এনে কবিরাজ দিয়ে বিষ নামনোর চেষ্টা করা হয়। কিন্তু তার সংজ্ঞা না ফিরলে পরিবারের সদস্যরা রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
টিএইচও প্রদীপ কুমার বলেন, সাপ কামড় দেওয়ার অনেক পরে তাকে চিকিৎসার জন্য আনা হয়েছিল।তার আগেই বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে।
তাকে সময় মত নিয়ে আসা হলে বাঁচানো যেত বলে জানান তিনি।

নির্বাহী সম্পাদক
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

চিকিৎসার অভাবে মারা গেলেন জুলাইযোদ্ধা ইমরান
জুলাই গণঅভ্যুত্থানে ঢাকার গাজীপুরে পুলিশের গুলিতে গুরুতর আহত গার্মেন্টসকর্মী ইমরান হোসাইন (৩০) মারা গেছেন। শনিবারবিস্তারিত

দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা
চার দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শনিবার (১৪ মে)বিস্তারিত