টিসিবি এর পণ্য চোরাই বাজারে বিক্রয় ও গুদামজাত এর কারনে আটক ১

রংপুরে গোপন সংবাদের ভিত্তিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) জনাব উত্তম প্রসাদ পাঠক এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার (ডিবি) জনাব মোঃ আলতাফ হোসেন, ওসি (ডিবি) জনাব এবিএম ফিরোজ ওয়াহিদ সঙ্গীয় অফিসার ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানাধীন কামালকাছনা মৌজাস্থ্ পশ্চিমখাসবাগ (তিনমাথা মোড়) জনৈক মোঃ মহিউল ইসলাম (প্রবাসী) এর ভাড়া দেওয়া তিনকক্ষ বিশিষ্ট দক্ষিণ-পূর্ব কোণের কক্ষ হতে ভাড়াটিয়া ধৃত আসামী মোঃ আব্দুল হালিম(৫৫), পিতা মৃত আব্দুল মোতালেব, সাং-পশ্চিমখামবাগ (শিবরাম স্কুলের উত্তর পাশে), থানা কোতয়ালী এর কক্ষ হতে অভিযান চালিয়ে করোনাভাইরাস উপলক্ষে সরকার কর্তৃক প্রদত্ত টিসিবি এর পণ্য চোরাই বাজারে বিক্রয় করার জন্য গুদামজাত করেন।
মালামালের বিবরণ ঃ
১। ১৭৫৬ (এক হাজার সাতশত ছাপ্পান্ন) লিটার সয়াবিন তেল
২। ৯০০ (নয়শত) কেজি চিনি
৩। ৫০ (পঞ্চাশ) কেজি মসুরের ডাল
উপরোক্ত মালামাল উদ্ধার পূর্বক জব্দ করেন। যার অনুমান মূল্য ২,৩৯,২০০/- (দুই লক্ষ ঊনচল্লিশ হাজার দুইশত) টাকা। উল্লেখিত বিষয়ে নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

নির্বাহী সম্পাদক
Leave a comment
Related News

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান
অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামীRead More

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ
সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়েRead More