Main Menu

করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

এবার করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক। ২২তম বিসিএস ক্যাডার এই দুদক পরিচালকের বয়স ৪৫ বছর।

দুদক সূত্রে জানা যায়, ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে এই দুদক কর্মকর্তার। তখন তাপমাত্রা কম থাকায় তিনি নির্বাহী কাজ চালিয়ে যাচ্ছিলেন।

দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার আবারো জ্বর আসে। তখনও তাপমাত্র কম ছিল। জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন।

তৃতীয় দফায় ৩০ তারিখ তার পুনরায় জ্বর আসে। এরার তাপমাত্রা বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং রাতেই তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়। এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান।

২৪-২৫ মার্চ অফিস করার সময় এই দুদক কর্মকর্তার সংস্পর্শে আসা কর্মকর্তা-কর্মচারীদের কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সরকারিভাবে ঘোষণা করা না হলেও এই মৃত্যুর মাধ্যমে দুই অঙ্কে পৌঁছল বাংলাদেশে করোনায় মৃত্যুর সংখ্যা।

সূত্র: ইত্তেফাক

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *