Main Menu

সবুজবাগে করোনায় আক্রান্ত একই পরিবারের ছয় জন

রাজধানীর সবুজবাগের নন্দিপাড়ায় জিরো গলির একটি বাসায় ছয় ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের সবাইকে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই বাড়িটি লকডাউন করেছে পুলিশ।

রবিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার ওই পরিবারের পুরুষ (৬৫) একজন প্রথম পজিটিভ হন। এরপর তার স্ত্রী, দুই মেয়ে ও দুই নাতনি সংক্রমিত হয়েছেন। তাদের সবাইকে চিকিৎসার জন্য কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়িটি লকডাউন করা হয়েছে।’

জানা গেছে,  যে পরিবারটির ছয় জন আক্রান্ত হয়েছেন, তাদের প্রথম আক্রান্ত ব্যক্তি পুরুষ সদস্য,  পেশায় তিনি একজন সিকিউরিটি গার্ড। তিনি আক্রান্ত হওয়ার পর পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হন।

তিনি কীভাবে সংক্রমিত হয়েছেন, তা এখনও জানা যায়নি।

সূত্র: বাংলা ট্রিবিউন

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *