Home » সিলেটে করনা আতঙ্কের মাঝে হাজী মতিন এন্ড সন্সে অনিয়ম

সিলেটে করনা আতঙ্কের মাঝে হাজী মতিন এন্ড সন্সে অনিয়ম

চারিদিকে যখন করনা আতঙ্কে মানুষ ঘর বন্ধি নিত্য প্রয়োজনীয় খাবার সামগ্রী দোকানে ভিড়!

মানা হচ্ছেনা কোন নিয়মকানুন। সব সময় ভিড় লেগে থাকে হাজী আব্দুল মতিন এন্ড সন্স, অনামিকা এ/৫০, শাহী ঈদগাহ গ্রোসারি শপে।

করোনা ভাইরাস ——- বলা আছে যে প্রত্যক মানুষের মাঝে মিনিমাম ৩-৫ ফিট দূরত্ব বজায় রাখার কথা। কিন্তু সরজমিনে হাজী আব্দুল মতিন এন্ড সন্স প্রতিষ্ঠানে বিক্রেতারা তাঁদের কারও মুখে মাক্স ও হ্যান্ড গ্লাবস তো নেই এমন কি সুরক্ষা পোশাক কারও নেই। সুহেল আহমদ বলেন শুকনা খাবার ক্রয় করতে এসেছেন দর্জিবন্দ থেকে মুখে মাক্স আছে হাতে হ্যান্ড গ্লাপস আছে,

দোকান বিক্রেতাদের ব্যবহার সন্তুষ্ট নয়। আরেক ক্রেতা বাবুল মিয়া এসেছেন শিশুর জন্য ডায়পার নিতে, তিনি বলেন ভিড়ের মধ্যে প্রায় আধাঘন্টা দাঁড়িয়ে এক পেকেট ডায়পার ক্রয় করেন। দোকানের সেলস মেন কে প্রশ্ন করলে তিনি বলেন আমরা কি করবো আমরা তো নিদিষ্ট দূরত্বের জন্য মাটিতে দাগ দিয়েছি।

কিন্তু সরজমিনে কোন দাগ দেখা যায় নি। গ্রোসারি শপের মালিকের মোবাইল ফোনে ফোন করলে নম্বর বন্ধ পাওয়া যায়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *