শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: লন্ডনে ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়ের ওপর হামলা চালিয়েছে যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।
স্থানীয় সময় বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে ওয়েস্টমিনস্টারের দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে মারুফ ও বাপ্পি নামে দুজনকে আটক করেছে লন্ডন পুলিশ।
জানা গেছে, বিকালে দ্বিতীয় কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে সরকার প্রধানদের বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওই সময় কনফারেন্স সেন্টারের পাশে অবস্থান নিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানিয়ে স্লোগান দেন যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
অন্যদিকে কনফারেন্স সেন্টারের বাইরে বিক্ষোভ করছিলেন যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা।
তাদের পাশ দিয়ে হেঁটে সম্মেলন স্থলের দিকে যাওয়ার সময় উপমন্ত্রী জয়ের ওপর চড়াও হন বিএনপি নেতাকর্মীরা।
তারা প্রথমে জয়কে লক্ষ্য করে কটু মন্তব্য করেন। একপর্যায়ে তাকে শারীরিকভাবে হেনস্তা করা হয়। এর পর বিএনপির কিছু নেতাকর্মী উপমন্ত্রীকে উদ্ধার করেন। পরে যুক্তরাজ্য পুলিশ এসে তাকে নিয়ে যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও চিত্রে দেখা গেছে, বারক্লেস ব্যাংকের সামনে উপমন্ত্রীকে ঘিরে রেখে হামলা থেকে রক্ষার চেষ্টা করছেন বিএনপির কিছু নেতাকর্মী। এ সময় হামলাকারীদের একজন দূর থেকে তার দিকে পানি ছুড়ে মারেন।
বার্তা বিভাগ প্রধান