সিলেটে মৃত নারীর পরিবারের সবাইকে রাখা হবে হাসপাতালে

সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালে মৃত্যুবরণকারী নগরের শামীমাবাদ এলাকার ওই মহিলার পরিবারের সবাইকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হবে।
বিষয়টি আজ রবিবার বেলা ২টায় নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল। তিনি জানান, আজ (রবিবার ) দুপুর দেড়টায় মহিলার দাফন নগরীর মানিকপির টিলায় সম্পন্ন হয়েছে। মৃতের ঘনিষ্ট স্বজনদের হাসপাতাল কোয়ারেন্টাইনে নিয়ে আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে প্রশাসন।
সিলেট শামসুদ্দিন হাসপাতালে করোনা সন্দেহে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণকারী ওই নারীর বয়স ছিলো ৬১ বছর। তিনি শনিবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
এর আগে গত শুক্রবার (২০ মার্চ) জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ওই নারী শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশনে ভর্তি হন। গত ৪ মার্চ তিনি যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছিলেন।

প্রতিনিধি
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More