সিলেটে কোয়ারেন্টাইনে থাকা ৩ জনই শঙ্কামুক্ত

করোনাভাইরাস আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিন জনই শঙ্কামুক্ত। তাদের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোন লক্ষণ পরিলক্ষিত হচ্ছে না। তাই তাদেরকে আরো ২-১ দিন পর্যবেক্ষণ করে বাসায় পাঠানো হবে।
সিলেটভিউকে এ তথ্য নিশ্চিত করেছেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।
তিনি বলেন, হাসপাতালে কোয়ারেন্টাইনে থাকা তিনজনের অবস্থাই এখন স্থিতীশিল। তাদেরকে সাধারণ চিকিৎসা দেয়া হচ্ছে। আজ রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) থেকে পরীক্ষার জন্য তাদের রক্তের নমুনা সংগ্রহ করার কথা ছিল। কিন্তু তাদের মধ্যে করোনা আক্রান্তের কোন লক্ষণ না থাকায় তাদের আর রক্ত পরীক্ষার প্রয়োজন হচ্ছে না।
প্রসঙ্গত, এর আগে সিলেটে আরব আমিরাতফেরত এক পুরুষ ও সৌদিফেরত এক মহিলাকে কোয়ারেন্টাইনে রাখা হয়। তবে তাদের মধ্যে করোনাভাইরাস না পাওয়ায় ছাড়পত্র দেওয়া হয়।
সুএ: সিলেটভিউ২৪ডটকম

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More