সিলেট বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, সিলেট কর্তৃক শাহপরাণ (রহঃ) থানা পরিদর্শন

সিলেটের বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আবুল কাশেম কর্তৃক শাহপরাণ (রহঃ) থানা পরিদর্শন করা হয়। উক্ত পরিদর্শনকালে সিলেট এর বিজ্ঞ অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সহ সকল বিজ্ঞ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটগণ এবং শাহপরাণ (রহঃ) থানার সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিজ্ঞ সি.এম.এম শাহপরাণ (রহঃ) থানার হাজতখানার পরিবেশ, মালখানার ব্যবস্থাপনা সহ থানার প্রতিটি শাখা ও রেজিষ্টার সমূহ পর্যালোচনা করেন। বিজ্ঞ সিএমএম এই সময় শাহপরাণ (রহঃ) থানার সকল স্তরের পুলিশ কর্মকর্তাগণের সাথে মতবিনিময় করেন এবং তদন্তকার্য ও আদালতের আদেশ পালনে তাদের বিভিন্ন সমস্যাগুলি নিয়ে আলোচনা করেন এবং তাৎক্ষণিক উক্ত বিষয়গুলি সমাধানের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ-কে নির্দেশনা দেন।
বিজ্ঞ সিএমএম উপস্থিত পুলিশ কর্মকর্তাগণ এর উদ্দেশ্যে বলেন যে, তদন্তকারী সংস্থা হিসেবে পুলিশের ভাবমূর্তি বজায় রেখে সততা ও নিষ্ঠার সাথে নিরলস ভাবে কাজ করার জন্য নির্দেশ দেন এবং আদালতের আদেশ বিশেষ করে পলাতক আসামিদের গ্রেফতারী পরোয়ানাগুলি দ্রুত সময়ের মধ্যে জারীর জন্য নির্দেশ দেন। পরিদর্শনকালে বিজ্ঞ সি.এম.এম শাহপরাণ (রহঃ) থানার একটি সুসজ্জিত দলের পরিদর্শন প্যারেড এর সালাম গ্রহণ করেন।

প্রতিনিধি
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More