ওঁ গঙ্গা ওঁ গঙ্গা ওঁ গঙ্গা
সার্ভেয়ার যুব সংগঠক বিপ্র দাস বিশু বিক্রম এর মামা পুতুল রঞ্জন দাস প্রবাসী সকাল ৭:২০ মিনিটের সময় রাজনগর উপজেলা তুলাপুর হাজারি বাড়ি নিজ বাসভবনে সবাইকে শোক সাগরে ভাসিয়ে পরলোক গমন করেন।
মৃত্যুকালে ৩ ছেলে অসংখ্য আত্মীয় স্বজন রেখে জান।
শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম পরিবারের পক্ষথেকে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি ও উনার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
আজ দুপুর ১২ ঘটিকায় শবদাহ নিজ বাড়িতে পারিবারিক শশ্মান ঘাটে অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।