Home » সিসিক ও সীমান্তিকের উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা প্রজেক্টের উদ্বোধন

সিসিক ও সীমান্তিকের উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা প্রজেক্টের উদ্বোধন

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: সিলেট সিটি কর্পোরেশন ও বেসরকারি উন্নয়ন সংস্থা সীমান্তিকের যৌথ উদ্যোগে পরিবার পরিকল্পনা সেবা প্রদান প্রজেক্টের উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকেলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সিলেট বিভাগীয় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিবার পরিকল্পনা অধিদপ্তরে অর্থ বিভাগের অতিরিক্ত সহকারী পরিচালক প্রণব কুমার নিয়োগী।
পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালক (যুগ্ম সচিব) কুতুব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য মন্ত্রণালয় ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি চিফ আব্দুস সালাম খান। সীমান্তিকের প্রোগ্রাম এন্ড রিসার্চ পরিচালক হুমায়ুন কবিরের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সীমান্তিকের পরিচালক কাজী মোকসেদুর রহমান।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলেট স্বাস্থ্য বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ডা. নারায়ণ চন্দ্র সাহা, পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক ডা. লুৎফুন নাহার জেসমিন, সিলেট জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আয়াতুল জাহুরা জেবিন, সিলেট ইমাম সমিতির সভাপতি হাবিব আহমদ শিহাব, সিলেট সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা ডা. ধ্রæব পুরকায়স্ত, সীমান্তিকের নির্বাহী পরিচালক কাজী মোকসেদুর রহমান, সাধারণ সম্পাদক  শামীম আহমদ, সীমান্তিকের চেয়ারম্যান অধ্যক্ষ মাজেদ আহমেদ, ফাল্গুনী নট্র, রুমা রাণী দাস, রাজিয়া সুলতানা, সুব্রতি সিনহা, কোর্স কো-অর্ডিনেটর-কবির হোসেন, ফাইন্যান্স অফিসার শফিকুল ইসলাম, সহকারী ফাইন্যান্স অফিসার মো. আনোয়ার হোসেন, হোস্টেল ম্যানেজার মোছা. নাসিমা আক্তার, শিক্ষার্থী খাদিজা বেগম, শতাব্দী তালুকদার, রাসনা বেগম, রিমা, রুমানা, লিপি বেগম এবং সীমান্তিক ম্যাটস, বিভিন্ন জিও-এনজিও এবং পরিবার পরিকল্পনা সেবা প্রদান প্রজেক্টের কর্মকর্তা-কর্মচারীরা।

 

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *