ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: শহরতলীর খাদিমনগর থেকে ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯।
তারা হলেন বিমানবন্দর থানার দেবাই বহর গ্রামের রইছ আলীর পুত্র মো. জামিল আহাম্মদ (২৫) ও ফতেহগর গ্রামের মকবুল মিয়ার পুত্র সামসুর রহমান পিংকু।
রবিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে র্যাব-৯ এর স্পেশাল কোম্পানি সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে খাদিমনগর ইউনিয়নের ফতেহগর রাস্তার উপর থেকে এদের আটক করে।
এ সময় তাদের কাছ থেকে নগদ ১২ হাজার ৩শ’ টাকা, ২টি মোবাইল ও ১৭টি সিমকার্ড উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাদের বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র্যাব-৯ এর সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত

সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোন পাথর কোয়ারিবিস্তারিত