1. abusufian7389@gmail.com : .com : sk .com
  2. ashfakur85@gmail.com : আশফাকুর রহমান : Ashfakur Rahman
  3. b.c.s.bipro@gmail.com : বিপ্র দাস বিশু বিত্রম : Bipro Das
  4. zihad0292@gmail.com : Zihad Ul Islam Mahdi : Zihad Ul Islam Mahdi
  5. ahmedmdmahfuz@gmail.com : মোঃ মাহফুজ আহমদ : মোঃ মাহফুজ আহমদ
  6. nazimahmed2042@gmail.com : Najim Ahmed : Najim Ahmed
  7. shahadotchadni@gmail.com : Md Sh : Md Sh
  8. ashfakur86@gmail.com : শুদ্ধবার্তা ডেস্ক : SB 24
  9. shuddhobarta24@gmail.com : shuddhobarta24@ : আবু সুফিয়ান
  10. surveyor.rasid@gmail.com : Abdur Rasid : Abdur Rasid
সরস্বতী পূজা উপলক্ষে সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি        
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ পূর্বাহ্ন

সরস্বতী পূজা উপলক্ষে সিলেট মহানগর পুলিশের গণবিজ্ঞপ্তি

  • সংবাদ প্রকাশের সময় : বুধবার, ২৯ জানুয়ারি, ২০২০

সরস্বতী পূজা হিন্দু বিদ্যা ও সঙ্গীতের দেবী সরস্বতীর আরাধনাকে কেন্দ্র করে অনুষ্ঠেয় একটি অন্যতম প্রধান হিন্দু উৎসব। আর সেই পূজাকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে পালনের লক্ষ্যে গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি)।

মঙ্গলবার রাতে এসএমপির অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (মিডিয়া) জেদান আল মুসা স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে আগামী ৩০ জানুয়ারি দেশব্যাপী সরস্বতী পুজা উদযাপিত হবে এবং ৩১ জানুয়ারি রাত ৮ টা থেকে পুজা পরবর্তী র‌্যালি সিলেট শহর প্রদক্ষিণ করবে উল্লেখ করে ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে তা উদযাপনের লক্ষে বেশ কয়েকটি নির্দেশনা অনুসরণের জন্য সংশ্লিষ্টদের বিশেষভাবে অনুরোধ করা হয়।

নির্দেশনাগুলো হলো :

১.শ্রী শ্রী সরস্বতী পুজা আয়োজক কর্তৃপক্ষকে নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে অনুষ্ঠানস্থলের সার্বিক শৃঙ্খলা রক্ষা ও অনাকাক্সিক্ষত ব্যক্তি/বস্তু সম্পর্কে সজাগ দৃষ্টি রাখা।

২.প্রতিটি পূজা মন্ডপে পূজা উদযাপন কমিটি কর্তৃক পর্যাপ্ত আলোর ব্যবস্থা নিশ্চিত করা।

৩.বিদ্যুৎ এবং পানি সরবরাহ নিশ্চিতকল্পে পূজা কমিটি কর্তৃক পূর্বেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে সমন্বয় করা।

৪.পূজা মন্ডপে এবং র‌্যালিতে ব্যাগ, থলে, পোটলা, সুটকেস, টিফিন ক্যারিয়ার বা এ জাতীয় কোন বস্তু বহনকে নিরুৎসাহিত করা। পূজা মন্ডপের আশেপাশে কোন ফেরিওয়ালা, বাদাম, চানাচুর বিক্রেতা বা ছদ্মবেশী কোন হকার, অজ্ঞান পার্টি, মলম পার্টি হতে সতর্ক থাকা।

৫.পূজা মন্ডপের পাশে এবং র‌্যালিতে অগ্নিনির্বাপন যন্ত্রের ব্যবস্থা রাখা এবং প্রয়োজনে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমে (০১৭৩০-৩৩৬৬৪৪) সাথে যোগাযোগ করা।

৬.র‌্যালিতে জনসাধারনের বিরক্তি উৎপাদনকারী কোন ধরনের ডিজে, উচ্চ শব্দের সাউন্ড সিস্টেম এবং মাইক ব্যবহার নিরুৎসাহিত করা হল।

৭.রং ছিটানো বা জনশৃঙ্খলা বিরোধী ও জনগনের জন্য বিরক্তিকর কর্মকান্ড হতে বিরত থাকার জন্য অনুরোধ করা হল।

৮.যে কোন ধরনের গুজবের বিষয়ে তাৎক্ষনিকভাবে দায়িত্বরত পুলিশ সদস্য, সংশ্লিষ্ট থানা অথবা পুলিশ কন্ট্রোল রুমকে অবহিত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের জরুরী নম্বর সমূহ :
পুলিশ কমিশনার-০১৭১৩-৩৭৪৫০৬
অতিঃ পুঃ কমিশনার (সদর ও প্রশাসন)- ০১৭১৩-৩৭৪৫০৭
অতিঃ পুঃ কমিশনার (অপরাধ ও অপ্স)-০১৭৬৯-৬৯১৩২৬
ডিসি (সদর ও প্রশাসন) ০১৭১৩-৩৭৪৫০৮
ডিসি (উত্তর) ০১৭১৩-৩৭৪৫০৯
ডিসি (দক্ষিণ) ০১৭১৩-৩৭৪৫১০
ডিসি (ট্রাফিক) ০১৭১৩-৩৭৪৫১১
ডিসি (ডিবি ও প্রসিকিউশন) ০১৭৬৯-৬৯১৩২৭
ওসি, কোতয়ালি থানা-০১৭১৩-৩৭৪৫১৭
ওসি, জালালাবাদ থানা -০১৭১৩-৩৭৪৫২২
ওসি, এয়ারপোর্ট থানা -০১৭১৩-৩৭৪৫২১
ওসি, দক্ষিণ সুরমা থানা -০১৭১৩-৩৭৪৫১৮
ওসি, শাহপরাণ(র) থানা -০১৭১৩-৩৭৪৩১০
ওসি, মোগলাবাজার থানা -০১৭১৩-৩৭৪৫১

৯.যে কোন জরুরী প্রয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ এর কন্টোল রুমের নম্বর ০১৭১৩-৩৭৪৩৭৫, ০১৯৯৫১০০১০০, ০৮২১-৭১৬৯৬৮ (২৪ ঘন্টা খোলা) অথবা জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

সরস্বতী পুজা শেষ না হওয়া পর্যন্ত গণবিজ্ঞপ্তিটি বলবৎ থাকবে উল্লেখ করে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পুজা উদযাপনের স্বার্থে এসএমপির পক্ষ থেকে নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।

এই বিভাগের আরো সংবাদ
shuddhobarta24
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.