Main Menu

টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নবনির্বাচিত কেন্দ্রীয় কমিটির নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন।

শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে তিনি হেলিকপ্টারে টুঙ্গিপাড়ায় পৌঁছবেন এবং বেলা ১১টায় তিনি কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

এ সময় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার দেওয়া হবে। পরে তিনি সেখানে ফাতেহা পাঠ ও মোনাজাত করবেন। পরে সেখানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের যৌথ সভা অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।

বেলা ২টা ২০ মিনিটে সেখান থেকে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *