মুরারিচাঁদ(এমসি) কলেজে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন

সিলেট মুরারিচাঁদ(এমসি) কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি দৃষ্টিনন্দন ম্যুরাল উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার বিকাল ৪টায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সাংসদ ড. এ কে আব্দুল মোমেন ম্যুরালটির উদ্বোধন করেন।
উদ্বোধনকালে ড. মোমেন বলেন, ‘বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে কাজ করছেন তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এজন্য সবাইকে এক হয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, ‘দৃষ্টিনন্দন ম্যুরালটি বঙ্গবন্ধু সম্পর্কে জানতে নতুন প্রজন্মকে আগ্রহী করে তুলবে। এর আগে বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পররাষ্ট্রমন্ত্রী ও এমসি কলেজ কর্তৃপক্ষ। এ সময় মুরারিচাঁদ(এমসি) কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ প্রমুখ উপস্থিত ছিলেন।
Leave a comment
Related News

সিলেটে শ্রমিকদল নেতা রাজন বহিস্কার
সিলেটের শ্রমিকদল নেতা আলী আকবর রাজনকে অনির্দিষ্টকালের জন্য বহিস্কার করা হয়েছে। রবিবার সিলেট জেলা জাতীয়তাবাদীRead More

সিলেটে এবার বিষ্ফোরক আইনে ২৮৫ জনের বিরুদ্ধে মামলা
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে হামলার দায়ে সিলেট আওয়ামী লীগের সাবেক মন্ত্রী-মেয়র-এমপিসহ ২৮৫ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টাRead More