Home » এক পিস পেঁয়াজের মূল্য ১১৪ টাকা

এক পিস পেঁয়াজের মূল্য ১১৪ টাকা

সিলেটসহ সারাদেশে পেঁয়াজের দাম বেড়েই চলেছে। দুদিন আগে যে পেঁয়াজ ১৩০-১৪০ টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন কোথাও ২০০-২৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আবার কোথাও বিক্রি হচ্ছে ২২০-২৫০ টাকা কেজি দরে।শনিবার সন্ধ্যায় সিলেটের খুচরা বাজারে প্রতি কেজি দেশি ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০ থেকে ২৫০ টাকায় ।এবং পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৮৫-২০০ টাকা কেজি দরে।

সিলেচের একাধিক হাটবাজারে খোঁজ নিয়ে জানা গেছে, নিম্ন আয়ের মানুষগুলো এক পিস পেঁয়াজ কিনছে ৭০ থেকে ৮০ টাকায়। সেখানে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে ২৩০-২৫০ টাকায়। আবার পিয়াজের আকার একটু বড় হলে সেই পেঁয়াজের মুল্য দাড়ায় ১০০-১১৪ টাকা ।

নগরির কালিঘাটে ২০০ টাকা কেজি দরে পেঁয়াজের ওজন দেয়া হলে একটি পেঁয়াজের মূল্য দাড়ায় ১১৪ টাকা। উপশহর থেকে বাজার করতে আসা মিজানুর রহমান বলেন, যদি একটি পেঁয়াজের মূল্য ১১৪ টাকা হয় তাহলে সাধারণ মানুষের পক্ষে পেঁয়াজ  কেনা কষ্টসাধ্য ।তিনি বলেন বাসায় পিঁয়াজ নিয়ে না গেলে বউয়ের জ্বালাতন আর বাজারে আসলে  পেঁয়াজের দাম দেখে নিজের গায়ে আগুন লাগার মতো অবস্থা হয়।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *