শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম: বাংলা নববর্ষ ১৪২৫ উদযাপনে বর্ণিল আয়োজন গ্রহণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। আগামী শনিবার (পহেলা বৈশাখ) সিলেট শহরতলির বটেশ্বরস্থ বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ উদযাপন করা হবে।
মেট্রোপলিটন ইউনিভার্সিটির সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে রয়েছে পুঁথিপাঠ, বৃষ্টিবন্দনা, ভাটিয়ালী, নাটক, গীতিনাট্য, নৃত্য, আবৃত্তি, কৌতুক প্রভৃতি।
এছাড়া মেলায় থাকবে ঘুড়ি উড়ানো, লাটিম খেলা, সাপের খেলা, বায়োস্কোপ, বানর নাচ, মোরগ লড়াই, মার্বেল দৌড়, পান্তা ইলিশ, হাওয়াই মিঠাই প্রভৃতি। মেলায় হরেক রকমের পণ্য এবং খাবারের স্টলও থাকবে।
এ প্রসঙ্গে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ঐতিহ্যের প্রতি সবসময়ই শ্রদ্ধাশীল মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এজন্য বরাবরই বাংলা নববর্ষ সাড়ম্বরে উদযাপন করা হয়। এবারও এর ব্যতিক্রম হচ্ছে না।
বার্তা বিভাগ প্রধান