আজ থেকে সিলেটে ডিজিটাল উদ্ভাবনী মেলা

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম:
সিলেটে আজ উদ্বোধন হচ্ছে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলা। দেশের তরুণ উদ্ভাবকদের উদ্ভাবনী প্রদর্শণীর পাশাপাশি সরকারের ডিজিটাল সেবাগুলোর বিস্তারিত তুলে ধরতেই এ আয়োজন। গত কয়েক বছর থেকে ধারাবাহিকভাবে মেলাটির আয়োজন হচ্ছে। প্রধানমন্ত্রী কার্যালয়ের একসেস টু ইনফরমেশন কর্মসূচির আওতায় আয়োজিত তিন দিনের এ মেলাটি আজ (মঙ্গলবার) সকাল ১১টায় নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মদ আলী জিমনেসিয়ামে উদ্বোধন করা হয়।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় সরকারের বিভিন্ন সংস্থা অংশগ্রহন করে। বিভিন্ন ব্যাংক, ডাক ও টেলিযোগাযোগ সংস্থা, ট্যাক্স ও ভ্যাট অফিস, বিদ্যুৎ, কৃষি বিভাগ, সরকারি ব্যাংক-বীমা খাতসহ অন্যান্য সরকারি-বেসরকারি সংস্থার পাশাপাশি অংশগ্রহন করেন নবীন-প্রবীণ উদ্ভাবকরাও। শেষোক্তদের প্রত্যাশা থাকে সবচেয়ে বেশি। তাদের উদ্ভাবিত বিষয়গুলো এ মেলার মাধ্যমে জনসম্মুখে আসবে, মানুষ দেখবে, ক্রয়ে আগ্রহ না থাকলেও বিস্তারিত তথ্য জেনে যাবেন-এই তাদের প্রত্যাশা।
এ অবস্থায় আজ (মঙ্গলবার) সকাল ১১টায় উদ্বোধন হচ্ছে এবারের ডিজিটাল উদ্বোধনী মেলা। মেলার প্রতিদিন সন্ধ্যায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও র্যাফেল ড্র। এছাড়া অন্যান্য আয়োজনের মধ্যে প্রথম দিন উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিশেষ ক্রোড়পত্রের মোড়ক উন্মোচন করা হবে। বিকেলে অনুষ্ঠিত হবে ‘ফ্রি ল্যান্সিং ও আউটসোর্সিং সম্ভাবনার দ্বার’ শীর্ষক সেমিনার। দ্বিতীয় দিনের আয়োজনে রয়েছে ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর গল্প’ শীর্ষক কুইজ । তৃতীয় দিন মেলা শেষ হবে। সেদিন সকাল ১১টায় ‘আমার চোখে ডিজিটাল বাংলাদেশ’ বিষয়ক পাওয়ার পয়েন্ট প্রতিযোগিতা। বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে পুরস্কার বিতরণ, র্যাফেল ড্র ও সমাপনী অনুষ্ঠান।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দিলো বিএসএফ
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীবিস্তারিত

সিলেটের আর কোন পাথর কোয়ারি খুলে দেওয়া হবে না : পরিবেশ উপদেষ্টা
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, সিলেটের আর কোন পাথর কোয়ারিবিস্তারিত