Home » কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতাদের সাথে সরকারের পক্ষ থেকে বৈঠক

কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতাদের সাথে সরকারের পক্ষ থেকে বৈঠক

শুদ্ধবার্তাটোয়েন্টিফোরডটকম ঢাকা প্রতিনিধি :
ঢাকা বিশ্ববিদ্যালয় প্রায় সারা রাত ধরে উত্তাল ছাত্র অন্দোলন এবং সংঘর্সের পর কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রনেতাদের সঙ্গে সচিবলায়ে বিকাল ৪.৩০ মিনিটে বৈঠকে বসেন,
এই সময় উপস্থিত ছিলেন  সসরকার দলিয় আওয়ামীলীগ নেতা সাধারন সম্পাদক ও যোগাযোগ মন্ত্রি ওবায়েদুল কাদের,আওয়ামিলীগ এর যুগ্ন সাধারন সম্পাদক মাহাবুব উল হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া উপস্থিত ছিলেন ।
এই আলোচনায় যোগ দিয়েছেন আন্দোলনে নেতৃত্বদানকারী প্রায় বিশ জন ছাত্র নেতা।
গতরাতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আন্দোলন ব্যাপক রূপ নেয় এবং ক্যাম্পাসের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল তখন সরকারের তরফ থেকেই প্রথম আলোচনার প্রস্তাব দেয়া হয়।
এদিকে কোটাপদ্ধতি নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য জন প্রশাসন মন্ত্রনালয়কে নির্দেশ দিয়েছেন।

এবং বৈঠকে সরকারের সাথে আন্দোলনকারী ছাত্রনেতাদের সমজোতা হয়, সরকারের পক্ষ থেকে তাদের দাবিকে যৌক্ত মনে হলে মেনে নেওয়া হবে এবং আহেত শিক্ষার্থীর সুচিকিৎসা নিশ্চিত করা হবে এবং প্রভাষকের বাসভবন ভাংচুরের সাথে জরিত না থকলে আটককৃত শিক্ষার্থীদের ছেড়ে দেওয়া হবে এর প্রেক্ষিতে আন্দোলনকারী ছাত্রনেতারা আগামী ৭/৫/১৮ পর্যন্ত আন্দোলন স্থাগিত করার ঘোষনা দেন।  প্রধানমন্ত্রী: মন্ত্রিপরিষদ সচিব।

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *