Main Menu

ফেনী,গাছের সঙ্গে পিকনিক বাসের ধাক্কা, নিহত ৭

ফেনী সদর উপজেলার লেমুয়া এলাকায় বাস দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল ছয়টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাসটি গাছের সঙ্গে ধাক্কা খেলে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে।

তাঁরা হলেন- সুজন মিয়া (৪০) ও শাহাদাত। নিহত সুজনের বাড়ি বিক্রমপুরের শিকদারবাড়ি। শাহাদাতের বাড়ি ছাগলনাইয়া উপজেলার রাধানগর গ্রামে। আহত ব্যক্তিরা ফেনী সদর হাসপাতালে চিকিৎসাধীন। সাতজনের লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, পিকনিকের বাসটি ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছিল। চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ফেনী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। পরে আরও তিনজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ফেনীর মহিপাল হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মোহাম্ম্মদ কাওসার মিয়া বলেন, দুর্ঘটনায় সাতজন নিহত হয়েছেন। অন্তত ২০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ১০ জনকে ঢাকায় পাঠানো হয়েছে।

Leave a comment






Related News

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *