Home » ৫০ হাজার টাকা জরিমানার পর এখন পর্যন্ত এসিএস এর কার্যক্রম স্বাভাবিক হয়নি

৫০ হাজার টাকা জরিমানার পর এখন পর্যন্ত এসিএস এর কার্যক্রম স্বাভাবিক হয়নি


নিজস্ব প্রতিবেদন:  গত ১ জুলাই  সোমবার বিকাল ৫ টা থেকে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ সহির প্লাজায় অবস্থিত এসিএস এর কার্যালয়ে অভিযান শুরু করে ভ্রাম্যমাণ আদালত। সন্ধ্যা ৭ টা পর্যন্ত ২ ঘণ্টাব্যাপী এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট খৃষ্টফার হিমেল রিছিল।  এ সময় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন, ২০০৬ এর ১৬ ধারা অনুযায়ী বাংলাদেশের বেসরকারী টিভি চ্যানেলসমূহ সম্প্রচারের তারিখ (date of on air) থেকে ক্রমানুযায়ী সম্প্রচার না করায় এসিএস ক্যাবলসকে উক্ত আইনের ২৮ ধারা মোতাবেক ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

১ জুলাই সন্ধ্যা থেকে এসিএস তাদের সম্প্রচার বন্ধ করে রাখে | এসিএস  এর সাথে যোগাযোগ করা হলে তারা কন্ট্রোল রুমে কাজ করছে বলে জানায়|কিন্তু কিছু কিছু গ্রাহক অভিযোগ করে বলেন সেট টপ বক্স এর সম্প্রচার দু-তিন দিনের মধ্যে স্বাভাবিক হয়ে যায় কিন্তু এখন পর্যন্ত এনালগ চ্যানেল সম্প্রচার স্বাভাবিক করেনি |সেট টপ বক্স ব্যবহার করেন তাদের কার্যক্রম এ রিপোর্ট তৈরি করা পর্যন্ত স্বাভাবিক হয়ে আসে কিন্তু এনালগ চ্যানেলে  স্বাভাবিক হয়নি শুধুমাত্র বাংলা কয়েকটি চ্যানেল ছাড়া হিন্দি বা অন্যান্য চ্যানেল ও এনালগ সিস্টেমের চালু করতে পারিনি | কবে নাগাদ তারা সম্প্রচার স্বাভাবিক করবে তার উত্তর দিতে পারছেন না এসিএস কর্তৃপক্ষ |

গ্রাহকরা আর অভিযোগ করেন সিলেটের বাহিরে অন্যান্য জায়গায় ক্যাবল সম্প্রচারের জন্য ১৫০ টাকা থেকে ৪৫০ টাকার ভিতর মাসিক চার্জ আদায় করা হয় | কিন্তু
সিলেটে এসিএস এর  জন্য ৫০০ টাকা থেকে ৩০০ টাকা মাসিক চার্জ আদায় করা হয়| এটা হওয়া উচিত ছিল এনালগ এর জন্য ২০০টাকা এবং সেট টপ বক্স এর জন্য ৪০০ টাকা|

Leave a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *