অবৈধভাবে সাগর পথে লিবিয়া থেকে ইটালি যাওয়ার পথে গত বৃহস্পতিবার প্রাণ হারিয়েছেন বহু বাংলাদেশী। তাদেরকে নানা প্রলোভন দেখিয়ে ইটালি প্রেরণে জড়িত দালাল চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে র্যাব।
এদের মধ্যে সিলেটের রাজা ম্যানশনের নিউ ইয়াহিয়া ওভারসিজের এনামুল হকও রয়েছেন।
শুক্রবার (১৭ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব সদরদফতরের সিনিয়র এএসপি মিজানুর রহমান।
তিনি বলেন, ‘ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় বাংলাদেশি নিহতে জড়িত চক্রের তিন সদস্যকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে’।

বার্তা বিভাগ প্রধান