বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে ফ্রান্সের দরকার ছিল একটি জয়। দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স অবশ্য সেই কাজটি সারল দুর্দান্ত দাপটের সঙ্গে। বাছাইপর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে ইউক্রেনকে ৪-০ গোলে হারিয়েছে ফ্রান্স।
এতে ইউরোপের দ্বিতীয় দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করল ফ্রান্স। ইউরোপ থেকে সবার আগে বিশ্বকাপের মূলপর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ড।
ডি গ্রুপের ম্যাচটি অনুষ্ঠিত হয় পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে। ১৯৯৮ ও ২০১৮ সালের বিশ্বকাপজয়ী দল ফ্রান্স পুরো ম্যাচে ইউক্রেনকে কোনো সুযোগই দেয়নি। প্রথমার্ধে ফরাসিরা বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি। ঘরের মাঠে গোলের আক্ষেপ মিটেছে দ্বিতীয়ার্ধে।
চারটি গোলই এসেছে ম্যাচের দ্বিতীয়ার্ধে। খেলার ৫৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ডেডলক ভাঙেন অধিনায়ক এমবাপ্পে। ৭৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মাইকেল অলিসে। ৮৩ মিনিটে দলকে আবারও খুশির উপলক্ষ এনে দেন এমবাপ্পে। করেন নিজের দ্বিতীয় গোল। ফরাসিরা এগিয়ে যায় তিন গোলের ব্যবধানে। বদলি হিসেবে নামা I ৮৮ মিনিটে হুগো একিটিকের গোলে ৪-০ গোলের জয় নিশ্চিত করে ফ্রান্স।
এই জয়ে ৫ ম্যাচে ৪ জয় ও ১ ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে ডি গ্রুপে শীর্ষস্থান নিশ্চিত করে বিশ্বকাপে পৌঁছাল ফ্রান্স।
একই দিনে ভিন্ন দুই ম্যাচে জয় পেয়েছে ইংল্যান্ড ও ইতালি। সার্বিয়াকে ২-০ গোলে হারিয়েছে ইংল্যান্ড। মলদোভার বিপক্ষে ইতালির জয়ও ২-০ ব্যবধানে। আর্লিং হালান্ডের নরওয়ে এস্তোনিয়ার সেঙ্গে ৪-১ গোলে জিতেছে।

প্রতিনিধি