ভারতের গুজরাটের আহমেদাবাদে দুই শতাধিক যাত্রী নিয়ে দুর্ঘটনার কবলে পড়া উড়োজাহাজটি চিকিৎসকদের হোস্টেলের ওপর বিধ্বস্ত হয়েছে। এতে পাঁচ মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
স্থানীয় রাজনীতিবিদ দর্শনা ভাঘেলা বলেন, বেশ কয়েকজন চিকিৎসকের ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি বিবিসিকে বলেন, ‘যখন উড়োজাহাজটি বিধ্বস্ত হয় তখন আমি অফিসে ছিলাম। আমরা অনেক চিকিৎসককে উদ্ধার করেছি।’
আহত এক ব্যক্তির মা জানান, তাঁর ছেলে জীবন বাঁচাতে দুই তলা থেকে ঝাঁপ দিয়েছে।
ভারতীয় একাধিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় আজ বৃহস্পতিবার দুপুর দেড়টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট বিধ্বস্ত হয়েছে। ফ্লাইটটি আহমেদাবাদ থেকে লন্ডন যাচ্ছিল। বিমানবন্দর থেকে উড্ডয়নের ৫ মিনিটের মধ্যেই এটি বিধ্বস্ত হয়।
ফ্লাইটটিতে ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।