নেইমারকে বাদ দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা

নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথম স্কোয়াড ঘোষণা করলেন তিনি। তবে এই দলে নেই ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার। তবে জায়গা পেয়েছেন ক্যাসেমিরো, অ্যান্টনি ও রিচার্ডিলসন এর মতো তারকারা।
আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল ৫ জুন ইকুয়েডর ও ১০ জুন প্যারাগুয়ের বিপক্ষে খেলবে। এই দুই ম্যাচকে সামনে রেখে ২৫ সদস্যের দল ঘোষণা করেন আনচেলত্তি।
নেইমারকে দলে না রাখার কারণ হিসেবে আনচেলত্তি বলেন, ‘সে ইনজুরি কাটিয়ে ফিরেছে ঠিকই, কিন্তু এখনো শতভাগ ফিট না। ওর সঙ্গে কথা বলেছি, ও বোঝে পরিস্থিতি।’
ব্রাজিল কোচ জানান, তার দৃষ্টি ২০২৬ বিশ্বকাপের দিকে। অভিজ্ঞ ও তরুণদের নিয়ে ভারসাম্যপূর্ণ দল গড়ে এগিয়ে যেতে চান তিনি। স্কোয়াডে আছেন একদিকে ক্যাসেমিরো, মার্কিনিয়োস-এর মতো অভিজ্ঞরা, অন্যদিকে ডাক পেয়েছেন তরুণ এস্তেভাও, আন্দ্রে সান্তোসরাও।
ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), বেন্তো (আল নাসর), উগো সুজা (করিন্থিয়ানস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো, দানিলো, লিও ওরতিজ, ওয়েসলি (সবাই ফ্ল্যামেঙ্গো); বেরালদো , মারকিনিওস (পিএসজি); আলেক্সসান্দ্রো (লিল), কার্লোস আলগুস্তো (ইন্টার মিলান), ভ্যান্ডারসন (মোনাকো)
মিডফিল্ডার: আন্দ্রেয়াস পেরেইরা (ফুলহাম), ব্রুনো গিমারাইস (নিউক্যাসল), আন্দ্রেই সান্তোস (স্ত্রাসবুর্গ), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), এদেরসন (আতালান্তা), গেরসন (ফ্ল্যামেঙ্গো)।
ফরোয়ার্ড: এস্তেভাও (পালমেইরাস), আন্তনি (বেতিস), গ্যাব্রিয়েল মার্তিনেল্লি (আর্সেনাল), মাতেউস কুনিয়া (উলভস), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রাফিনিয়া (বার্সেলোনা), রিচার্লিসন (টটেনহাম)।

প্রতিনিধি
Leave a comment
এই বিভাগের আরো সংবাদ

নেইমারকে বাদ দিয়ে আনচেলত্তির ব্রাজিল দল ঘোষণা
নতুন অধ্যায় শুরু করলেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তি। ব্রাজিল জাতীয় দলের কোচ হিসেবে প্রথমবিস্তারিত

বৈরী আবহাওয়া: বাংলাদেশ দল বহনকারী বিমান ফিরে গেছে কলকাতায়
সাফ অনূর্ধ্ব-১৯ ছেলেদের আসরে অরুনাচলে রানার্সআপ হয়েছে বাংলাদেশ দল। টুর্নামেন্ট শেষে আজ মঙ্গলবার গোলাম রব্বানীবিস্তারিত