বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় মুক্তি তিনজনের

হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানা শাখার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য (দপ্তর সেল) মারজিউর রহমান চৌধুরী স্বাক্ষরিত এক জরুরি নোটিশে অব্যাহতি দেওয়া হয় তাকে।
জরুরি নোটিশে বলা হয়েছে, ‘নৈতিক স্খলনজনিত কারণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি প্রদান করা হলো।’
এদিকে, মুচলেকা নিয়ে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদের জিম্মায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বীসহ আটককৃত ৩ জনকে ছেড়ে দেওয়া হয়েছে। তাদের ধানমন্ডি মডেল থানায় আটক রাখা হয়েছিল।
প্রায় ১৩ ঘণ্টা আটক থাকার পর মঙ্গলবার বিকেল ৩টার দিকে আব্দুল হান্নান মাসউদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয় বলে ধানমন্ডি মডেল থানার ডিউটি অফিসার নিশ্চিত করেছেন। তবে এ বিষয়ে মন্তব্য জানতে চেয়ে ধানমন্ডি মডেল থানার ওসিকে কল করলে তিনি রিসিভ করেননি।
ছাড়া পাওয়া তিনজন হলো– পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক (সদ্য অব্যাহতিপ্রাপ্ত) সাইফুল ইসলাম রাব্বী (২৬), সংগঠনটির ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের শিক্ষার্থী ফারহান সরকার দীনা (২৬) ও মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজের শিক্ষার্থী মোহাম্মাদউল্লাহ জিসান (২৪)।
প্রসঙ্গত, সোমবার দিনগত মধ্যরাতে ধানমন্ডির ৪ নম্বর সড়কে প্রকাশনা সংস্থা হাক্কানী পাবলিশার্সের মালিক গোলাম মোস্তফার বাড়িতে ঢোকার চেষ্টার অভিযোগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই তিন নেতাকে আটক করে পুলিশ। ওই তরুণরা গোলাম মোস্তফাকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে গ্রেপ্তারের দাবিতে বাসার সামনে অবস্থান নেয়।
গোলাম মোস্তফা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের সহায়তা চাইলে, পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং সেখান থেকে তিনজনকে আটক করে থানায় নিয়ে যায়।
জানা গেছে, হাক্কানী পাবলিশার্স থেকে ‘বঙ্গবন্ধুর সিক্রেট ডকুমেন্টস’ (সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন ফাদার অব দ্য ন্যাশন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান) শীর্ষক ১৪ খণ্ডের একটি সংকলন প্রকাশিত হয়েছে। এই সংকলনে ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে পাকিস্তানের গোয়েন্দা সংস্থার তৈরি করা গোপন নথিপত্র সংকলিত রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সংকলনের সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন। বইটির প্রথম খণ্ডের মোড়ক উন্মোচনও তিনিই করেন।
এছাড়া স্বাধীনতা যুদ্ধের দলিলপত্রও ১৫ খণ্ডে প্রকাশ করেছে হাক্কানী পাবলিশার্স।
Leave a comment
Related News

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরের আহ্বায়ককে অব্যাহতি, মুচলেকায় মুক্তি তিনজনের
হাক্কানী পাবলিশার্সের মালিকের বাসায় ঢোকার চেষ্টা ও পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুরবিস্তারিত

নগর ভবনে ৬৫ তালা ঝুলিয়ে দিলেন ইশরাক সমর্থকরা
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রধান কার্যালয় নগর ভবনের সব ফটকে তালা ঝুলিয়ে দিয়েছেন ইশরাকবিস্তারিত