করোনায় আক্রান্ত ৬৭৭ পুলিশ সদস্য

মহামারি করোনাভাইরাসে দেশে ৬৭৭ পুলিশ সদস্য আক্রান্ত হয়েছেন। শুক্রবার রাতে পুলিশ সদর দপ্তর এ সূত্র নিশ্চিত করে। শুক্রবার পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চার পুলিশ সদস্যের মৃত্যু হয়।
পুলিশ সদর দপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ৬৮ পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। মোট আক্রান্তের অর্ধেকই ঢাকা মেট্টোপলিটনে (ডিএমপি) কর্মরত। এ পর্যন্ত ডিএমপির ৩২৮ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন।
পুলিশ সূত্র আরো জানায়, করোনাভাইরাসে তাদের এক হাজার ২২৫ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। আইসোলেশনে আছেন ১৭৮ জন। তবে এ পর্যন্ত ৫৫ পুলিশ সদস্য সুস্থ হয় উঠেছেন।
শুক্রবার পুলিশের স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্ররক্ষা শাখায় কর্মরত এসআই নাজির উদ্দীন মারা যান।
এর আগে আইসোলেশনে থাকা অবস্থায় বুধবার রাতে মারা যান ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬)।
অন্যদিকে ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাত সাড়ে ৯টার দিকে রাজারবাগ পুলিশ হাসপাতালে মারা যান।
করোনাভাইরাসে প্রথম কোনো পুলিশ সদস্য হিসেবে মঙ্গলবার রাতে কোয়ারেন্টিনে থাকাকালে ওয়ারী থানার কনস্টেবল জসিম উদ্দিনের মৃত্যু হয়।

বার্তা বিভাগ প্রধান
Leave a comment
Related News

ভারত-পাকিস্তান পাল্টাপাল্টি হামলা, মাঝপথে ফিরে গেল ঢাকাগামী দুই বিমান
অনলাইন ডেস্ক: ভারত-পাকিস্তানের মধ্যে পাল্টাপাল্টি হামলার কারণে আকাশপথ অনেকটাই অনিরাপদ অবস্থায় রয়েছে। এ পরিস্থিতিতে বাংলাদেশগামীRead More

আওয়ামী লীগের সময় নিবন্ধন পাওয়া সংবাদমাধ্যমের বিষয়ে তদন্ত হবে: মাহফুজ
সরকার কোনো গণমাধ্যম বন্ধের পক্ষে নয়, তবে আওয়ামী লীগ আমলে নিবন্ধন পাওয়া সংবাদ মাধ্যমের বিষয়েRead More